তিনি হলেন বলিউডের কিং খান শাহরুখ খান। তিনি পর্দার লাভগুরু। অভিনয়ের দাপটে কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। রোল ক্যামেরা অ্যাকশন শুনলেই তিনি অন্য এক মানুষ। পর্দায় যিনি খুব সহজে চরিত্র হয়ে উঠতে পারেন। সে তরুণ প্রজন্মের ক্রাশ রাহুল হোক কিংবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস। শাহরুখ খান চরিত্রের জন্য নিজেকে ভেঙে গড়তে জানেন। জানেন কোনখানে কোন বিশেষত্বের প্রয়োজন। আর তাই পারোর দেববাবু হয়ে উঠতে তিনি সাহায্য নিয়েছিলেন মদের। এই গল্পের একটা বড় অশ জুড়ে মদ্যপ দেবদাস জায়গা করে নিয়েছে। যার জীবন থেকে পারোর চলে যাওয়া পাল্টে দিয়ে যায় সব চেনা সমীকরণ। পলকে সে মদ্যপানে ডুবে গিয়েছিল।এমনই এক প্রেমিক দেবদাস। যার চোখের কোলে জলের বিন্দুতে বিন্দুতে যন্ত্রণা আর প্রেম। মদ্যপ অবস্থায় পাঁজর ভাঙা সংলাপ অনঢ়গল বলে যাওয়া। সেই চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে শাহরুখ খান সত্যি সত্যি মদ্যপান করে সেটে উপস্থিত হতেন। যাতে মদ্যপ অবস্থার অভিনয়ে থাকে বাস্তবের ছাপ। চরিত্র যেন দর্শকদের কাছে আরও আরও রিয়েল হয়ে ওঠে।এই সেটেরই এক অভিনেতা এই সত্য়ি সামনে এনেছিলেন। শাহরুখের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, মদ্যপানের কারণ হিসেবে শাহরুখ বলেচিলেন, স্যার অভিনয় তো হয়ে যাবে, তবে চোখে তো মদ্য়পানের চাপ থাকবে না। শাহরুখ খান এতটাই যত্নশীল তাঁর চরিত্র নিয়ে।
তিনি পর্দার লাভগুরু।

Leave a Comment