আবারো ৭ উপজাতি যুবকের হাতে গনধর্ষনের শিকার হল দুই উপজাতি নাবালিকা! ঘটনা পশ্চিম জেলার শ্রীনগর থানার অন্তর্গত গাবর্দি সংলগ্ন এলাকায়।

prasenjit
1 Min Read

ফের রাজ্যে গণ ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এল l ফের ৭ উপজাতি যুবকের হাতে গনধর্ষনের শিকার হল দুই উপজাতি নাবালিকা! ঘটনা পশ্চিম জেলার শ্রীনগর থানার অন্তর্গত গাবর্দি সংলগ্ন এলাকায়। গত সোমবার আমবাসা এবং খুমলুং এর দুই নাবালিকাকে ঐ এলাকায় তুলে এনে সাত উপজাতি যুবক তাদের উপর পাশবিক নির্যাতন করে।পরে ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে দুই নাবালিকাকে তাদের পরিবারের হাতে তুলে দেয়। বর্তমানে আমবাসার ধর্ষিতা নাবালিকাটি ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অবশেষে ধর্ষিতা দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার শ্রীনগর থানায় লিখিত আকারে সাতজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। পুলিশ মামলা হাতে নিয়ে মঙ্গলবার রাতেই দুই উপজাতি নাবালককে আটক করে এবং আজিয়া দেববর্মা নামে এক যুবককে জারুলবাছাই দুখিয়াকুবরা এলাকা থেকে গ্রেফতার করে l তবে আইনি জটিলতার কারনে আটক করা দুই নাবালককে পুলিশ সামনে আনেনি। বুধবার দুপুরে শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মা জানিয়েছেন, আজিয়া দেববর্মা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং ধৃত ২ নাবালককে থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে এই ঘটনার সাথে জড়িত মোট সাতজন রয়েছেl বাকিদেরকেও খুব শীঘ্রই পুলিশ জালে তুলতে সক্ষম হবে । পুলিশের পক্ষ থেকে জানা গেছে বুধবার ঘটনার অভিযুক্ত আজিয়া দেববর্মাকে পশ্চিম জেলা ও দায়রা জজ আদালতের প্রেরণ করা হয়। এই ধরনের জঘন্য ঘটনায় সব মহল থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে l

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *