বিশ্রামগঞ্জ থানার নাকা পয়েন্টে প্রচুর মোবাইল ফোন সহ আটক চালক
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 10th Oct. 2025: বিশ্রামগঞ্জ থানার নাকা পয়েন্টে প্রচুর মোবাইল ফোন সহ আটক করা হয় চালককে! আগরতলা থেকে সোনামুড়া উদ্দেশ্যে যাওয়ার পথে শুক্রবার সন্ধ্যায় বিশ্রামগঞ্জ থানা না কাপ পয়েন্টের সামনে আগরতলা উদয়পুর সড়কে একটি বোলেরো গাড়ি আটক করে পুলিশ।গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় কয়েক কয়েক লক্ষাধিক টাকার স্মার্টফোন।স্মার্ট ফোন বোঝাই বোলেরো গাড়ি সহ চালককে আটক করে পুলিশ। মূলত গোপন খবরের ভিত্তিতে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজিব সূত্রধরের নেতৃত্বে সম্পূর্ণ হয় গোটা অপারেশন। গাড়িতে তল্লাশি চালানোর পর চালক উদ্ধার স্মার্টফোন গুলির বৈধ কোন কাগজপত্র দেখাতে পারিনি। তবে পুলিশ সূত্রে জানা যায় বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করার লক্ষ্যে আগরতলা থেকে সোনামুড়া উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল কয়েক লক্ষাধিক টাকার স্মার্টফোন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
