শুধুমাত্র আমরা চাই নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত। এবার এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সন্দেশখালির মহিলাদের একাংশ

Date:

শুধুমাত্র আমরা চাই নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত। এবার এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সন্দেশখালির মহিলাদের একাংশ। মঙ্গলবার বিচারপতি বিআর গভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলা দায়ের করেছেন। তবে এই মামলা আলাদাভাবে নয়, সন্দেশখালির মূল মামলার সঙ্গে শুনানি হবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতিরা। উল্লেখ্য, শীর্ষ আদালতে এই বিচারপতিদের বেঞ্চেই রাজ্য সরকারের দায়ের করা মামলাটির শুনানি হচ্ছে।গত মাসে রাজ্য সরকারের তরফে সন্দেশখালি নিয়ে মামলা দায়ের করা হয় শীর্ষ আদালতে। বিজেপি সেখানে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলে সঠিক তদন্তের দাবিতে দায়ের হয় মামলা। বিচারপতি বিআর গভাইয়ের বেঞ্চে মামলার শুনানি ছিল গত ২৯শে এপ্রিল। রাজ্যের তরফে সন্দেশখালি মামলার আইনজীবী বর্ষীয়ান কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। তিনি শুনানির প্রথম দিন সওয়াল করেন, এ বিষয়ে রাজ্যের তদন্তে আরও কিছু তথ্য মিলেছে। তা শীর্ষ আদালতে পেশ করার জন্য সময় দেওয়া হোক। তাঁর সওয়ালের ভিত্তিতে বিচারপতিরা পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী জুলাই মাসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয়ে ৫২ তম রাজ্য স্তরিয় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন পুর নিগমের মেয়র

মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয়ে ৫২ তম রাজ্য স্তরিয় বিজ্ঞান...

টেস্ট কেরিয়ার কার্যত শেষ রোহিত শর্মার!

বলা যায় টেস্ট কেরিয়ার কার্যত শেষ রোহিত শর্মার বলা যায়...

‘পুষ্পা ২’ প্রিমিয়ার কাণ্ডে আল্লু অর্জুনের জামিন, কী কী শর্ত মানতে হবে?

‘পুষ্পা ২’ প্রিমিয়ার কাণ্ডে আল্লু অর্জুনের জামিন, কী কী...

আমেরিকায় জঙ্গি হানায় মৃত বেড়ে ১৫, ইসলামিক স্টেটের ‘লোন উলফ’ জাব্বার ছিল সেনাকর্মী!

আমেরিকায় জঙ্গি হানায় মৃত বেড়ে ১৫, ইসলামিক স্টেটের ‘লোন...