শুধুমাত্র আমরা চাই নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত। এবার এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সন্দেশখালির মহিলাদের একাংশ। মঙ্গলবার বিচারপতি বিআর গভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলা দায়ের করেছেন। তবে এই মামলা আলাদাভাবে নয়, সন্দেশখালির মূল মামলার সঙ্গে শুনানি হবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতিরা। উল্লেখ্য, শীর্ষ আদালতে এই বিচারপতিদের বেঞ্চেই রাজ্য সরকারের দায়ের করা মামলাটির শুনানি হচ্ছে।গত মাসে রাজ্য সরকারের তরফে সন্দেশখালি নিয়ে মামলা দায়ের করা হয় শীর্ষ আদালতে। বিজেপি সেখানে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলে সঠিক তদন্তের দাবিতে দায়ের হয় মামলা। বিচারপতি বিআর গভাইয়ের বেঞ্চে মামলার শুনানি ছিল গত ২৯শে এপ্রিল। রাজ্যের তরফে সন্দেশখালি মামলার আইনজীবী বর্ষীয়ান কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। তিনি শুনানির প্রথম দিন সওয়াল করেন, এ বিষয়ে রাজ্যের তদন্তে আরও কিছু তথ্য মিলেছে। তা শীর্ষ আদালতে পেশ করার জন্য সময় দেওয়া হোক। তাঁর সওয়ালের ভিত্তিতে বিচারপতিরা পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী জুলাই মাসে।
শুধুমাত্র আমরা চাই নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত। এবার এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সন্দেশখালির মহিলাদের একাংশ

Leave a Comment