ফের এক বছরের জন্য নিষিদ্ধ তামাকজাত দ্রব্য
ফের এক বছরের জন্য নিষিদ্ধ তামাকজাত দ্রব্য, গুটখা এবং পান মশলা। আগামী এক বছর কোনও প্রকার তামাকজাত দ্রব্য এবং নিকোটিনযুক্ত গুটখা ও পান মশলা বিক্রি, উৎপাদন, সঞ্চয়, বিতরণ, পরিবহণ করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে তেলঙ্গানা খাদ্য সুরক্ষা দফতর।এর আগেও একবার গুটখা সহ একাধিক তামাকজাত দ্রব্যের উপর নির্দেশিকা জারি করেছিল প্রশাসন। গুটখা, পান মশলা, কৈনির মতো তামাকজাত দ্রব্যের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে নির্দেশিকা দেওয়া হয়েছিল ২০২৩ সালেও। কিন্তু সচেতনতার অভাবে বিক্রি বন্ধ হয়নি।গুটখা সহ বিভিন্ন তামাকজাত দ্রব্যের প্যাকেটে বড় করে সতর্কতা দেওয়া থাকে। কিন্তু তারপরেও সেই সতর্কীকরণের ধার ধারেন না অনেকেই। খোলা বাজারে ব্যাপকভাবে বিক্রি হয় এই সব জিনিস।