সামাজিক মাধ্যমের অধিক ব্যবহার করে জন মানুষের কাছে দলের উন্নয়ন মুখী বিভিন্ন কর্মসূচী তুলে ধরবার জন্য অনেক আগে থেকেই তৎপর বিজেপি দল। নির্বাচনের প্রাক মুহূর্তে সেই বিষয়কে সামনে রেখে শুক্রবার রাজধানীর নজরুল কলা ক্ষেত্রে অনুষ্ঠিত হয় বিশেষ কর্মশালা। কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত সোশ্যাল মিডিয়া কর্মকর্তারা। কর্মশালার বিশেষ উদ্দেশ্য নিয়ে বিস্তারিত তথ্য জানান, প্রদেশ বিজেপি আই টি সেলের অন্যতম কর্মকর্তা চন্দন দেবনাথ। রাজ্যের দুটি লোকসভা আসন ও একটি বিধানসভা আসনে জয়ের লক্ষ্যে সোশ্যাল মিডিয়ার কার্যকারিতা নিয়ে সংশ্লিষ্ট কর্মশালায় আলোচনা করা হবে বলে জানান তিনি।