আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা এবং জোট সঙ্গীদের সঙ্গে আসনরফার প্রশ্নে বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে কংগ্রেস।

prasenjit
1 Min Read

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা এবং জোট সঙ্গীদের সঙ্গে আসনরফার প্রশ্নে বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে কংগ্রেস। তবে ইস্তেহার তৈরির ক্ষেত্রে শাসক দলকে টেক্কা দিল হাত শিবির। বিজেপির আগে ২০২৪ নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করে দিল হাত শিবির। এবারে কংগ্রেসের মূল থিম ‘ন্যায়’। ইস্তেহারের নাম দেওয়া হয়েছে ‘ন্যায়পত্র’। শুক্রবার দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের তাবড় শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।ইস্তেহারের মূল থিম পাঁচ ন্যায়। মহিলাদের জন্য ন্যায়, তরুণদের জন্য ন্যায়, কৃষকদের জন্য ন্যায়, শ্রমিক জন্য ন্যায় এবং সামাজিক ন্যায়। এই পাঁচ ন্যায়ের অধীনে মোট ২৫টি গ্যারান্টির কথা বলছে হাত শিবির। এই ২৫ গ্যারান্টির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মোদি জমানায় চালু করা অস্থায়ী ‘অগ্নিবীর’ নিয়োগ কর্মসূচি বাতিল করে সেনাবাহিনীতে স্থায়ী নিয়োগ কর্মসূচি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। সম্প্রতি ভারত জোড়ো যাত্রায় অগ্নিবীর নিয়ে বার বার সরব হয়েছেন রাহুল গান্ধী।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *