দেশের সাম্রাজ্যবাদকে একমাত্র শ্রমজীবি ও গণতান্ত্রিক মানুষের ঐক্য দ্বারাই আটকানো সম্ভব।
দেশের সাম্রাজ্যবাদকে একমাত্র শ্রমজীবি ও গণতান্ত্রিক মানুষের ঐক্য দ্বারাই আটকানো সম্ভব। বৃহস্পতিবার ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়নসের ৭৯ তম প্রতিষ্ঠা দিবসে একথা বলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। তিনি বলেন, পুঁজিবাদ সারা বিশ্বের ঘুরে বাড়ালে বাঁধা দেওয়ার ক্ষমতা নেই। তাঁরা অত্যাচার করবে ও মানুষকে ঠকাবে কোনো বাঁধা দেওয়া যাবে না। সাম্রাজ্যবাদ নিজের ক্ষমতা ধরে রাখার জন্য যুদ্ধের আশ্রয় নিচ্ছে। সারা বিশ্বে এক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, প্রতিনিয়ত শ্রমিকদের ঠকানো হচ্ছে। ৪ ঘন্টার জায়গায় ১২ ঘন্টা কাজ করাছে। এই পুঁজিবাদীদের সঙ্কট ও সাম্রাজ্যবাদী যুদ্ধের দায় আমরা বহন করব না। তাই অবিলম্বে মজুরি বৃদ্ধি করতে হবে বলে দাবি করেন তিনি।