বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা।মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও প্রদেশ বিজেপি সভাপতি সহ মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার আমবাসায় নিজের মনোনয়ন পত্র জমা দিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা। এদিন মনোনয়ন দাখিল কর্মসূচিতে অন্যান্য বিশিষ্ট নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায়, প্রজ্ঞা দেববর্মন ও রেবতী ত্রিপুরা সহ বিশাল সংখ্যক বিজেপি, মথা ও আই পি এফ টি সমর্থকরা। মনোনয়ন জমা দেওয়ার আগে সংক্ষিপ্ত দলীয় জমায়েত এ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ও প্রদ্যুৎ কিশোর মানিক্য সহ অন্যান্য নেতৃতরা। পড়ে বর্ণাঢ্য ও বিরাট মিছিল করে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী কৃতি সিং দেব বর্মা। দলের প্রার্থীর সমর্থনে এদিনের সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিজেপি আই পি এফ টি ও মথা মিলিত ভাবে, লড়াই করে রাজ্যের দুটি আসনেই বিজেপি প্রার্থীদের জয় সুনিশ্চিত করবে। একজন আরেকজনের সাথী থেকে জাতি জনজাতি মিলেই শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করতে হবে বলে এদিনের সভায় জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।