সোমবার ছিল ককবরক ভাষা আন্দোলনের শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস।
তেসরা মার্চ সোমবার ছিল ককবরক ভাষা আন্দোলনের শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস।এবছর তার ৫১ তম শহীদান দিবস। এই উপলক্ষে এদিন আলোচনা সভার আয়োজন করা হয় রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দলের নেতৃত্ব রতন ভৌমিক ও রনঞ্জিৎ দেব্বর্মা সহ অন্যান্যরা।এদিন উপস্থিত অথিতিরা প্রথমে শহীদ ধনঞ্জয় ত্রিপুরার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে তাকে শ্রদ্ধা জানান। আলোচনা সভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তার ভাষণে ধনঞ্জয় ত্রিপুরার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।