শনিবার রাজ্যে আসে মুকেশ আম্বানির একদল কর্মকর্তা।
Contents
শনিবার রাজ্যে আসে মুকেশ আম্বানির একদল কর্মকর্তা।শনিবার রাজ্যে আসে মুকেশ আম্বানির একদল কর্মকর্তা। এদিন রাজ্যে আসার পুর মুখ্যমন্ত্রীর ওয়ার রুমে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সাথে বৈঠক করেন তারা।প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মুম্বাইয়ে গিয়ে রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির সাথে দেখা করেছিলেন। তাকে রাজ্যে আসার আমন্ত্রণ জানিয়ে বিকশিত ত্রিপুরার সাথে যুক্ত হওয়ার আহ্বান রেখেছিলেন। মুকেশ আম্বানির পরামর্শ অনুযায়ী শনিবার রিলায়েন্স জিও-র নর্থ ইস্টার্ন জোনের বিজনেস হেড’র নেতৃত্বে একদল কর্মকর্তা রাজ্যে এসে আইটি এবং আইটি-সক্ষম সেবা, ডেটা সেন্টার, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, সার উৎপাদন, পেট্রোলিয়াম, বাঁশ থেকে এথানল উৎপাদন, রাবার কাঠের আসবাবপত্র, কৃষি-খাদ্য প্রক্রিয়াকরণ এবং পর্যটন খাতে বিনিয়োগের সুযোগগুলি নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে আইটি ক্ষেত্রের প্রতি তাদের আগ্রহ অত্যন্ত বেশি।এদিন মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে সমস্ত কিছু জানান।