রাজ্যের ছবি মুড়ার কথা বললেই মন জুড়ে যায় ।
“আগে ত্রিপুরায় কি আছে, তা ত্রিপুরার মানুষ জানত না। এখন ত্রিপুরার মানুষ যেখানেই যায় সেখানেই পর্যটন কেন্দ্র দেখতে পায়।”
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যের ছবি মুড়ার কথা বললেই মন জুড়ে যায় । মঙ্গলবার সেখানে এক অনুষ্ঠানের মাধ্যমে ছবিমুড়া উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দফতরের অন্যান্য আধিকারিকরা।ছবিমুড়ায় বোট চড়ার আনন্দও উপভোগ করেন মুখ্যমন্ত্রী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের একটাই লক্ষ্য রাজ্যের পর্যটনকে উন্নত করা। আগে ত্রিপুরায় কি আছে, তা ত্রিপুরার মানুষ জানত না। এখন ত্রিপুরার মানুষ যেখানেই যায় সেখানেই পর্যটন কেন্দ্র দেখতে পায়। তাই আমি আপনাদের মাধ্যমে দেশবাসী সহ গোটা বিশ্বকে বলতে চাই যে আপনারা ত্রিপুরায় আসুন , ত্রিপুরা কি সে সম্পর্কে জানুন। ত্রিপুরার পর্যটন এখন অনেক উন্নত বলে মুখ্যমন্ত্রী জানান l