বহু দিন ধরে পানীয় জল সমস্যা , বেহাল রাস্তা ও বিদ্যুতের অনিয়মিত পরিষেবায় ভুগছে ছামনু ব্লকের প্রত্যন্ত গ্রাম নাতিন মুন পশ্চিম গোবিন্দ বাড়ি, পূর্ব গোবিন্দ বাড়ি, উওর লংতরাই এলাকার জনগণ
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: বহু দিন ধরে পানীয় জল সমস্যা , বেহাল রাস্তা ও বিদ্যুতের অনিয়মিত পরিষেবায় ভুগছে ছামনু ব্লকের প্রত্যlন্ত গ্রাম নাতিন মুন পশ্চিম গোবিন্দ বাড়ি, পূর্ব গোবিন্দ বাড়ি, উওর লংতরাই এলাকার জনগণ। বাধ্য হয়ে সোমবার বিদ্যুৎ পরিষেবা, রাস্তা সংস্কার এবং পানীয় জলের দাবিতে ছৈলেংটা- ছামনু সড়ক অবরোধে বসেন স্থানীয়রা। অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। এরফলে, যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। ঘটনার বিবরণে জানা গেছে, ছামনু ব্লকের প্রত্যছন্ত গ্রাম নাতিন মুন পশ্চিম গোবিন্দ বাড়ি, পূর্ব গোবিন্দ বাড়ি, উওর লংতরাই এলাকায় বাসিন্দারা দীর্ঘদিন যাবৎ পানীয় জল সহ রাস্তা ও বিদ্যুতের সংকটে ভুগছেন। এ বিষয়ে একাধিকবার পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সনের কাছে জানিয়েও কোন সমাধান মেলে নি। বেশ কয়েক মাস আগে রাজ্যোর মুখ্যছমন্ত্রী ওই এলাকাগুলি সফরে গেলে জনগন পানীয় জল, রাস্তাঘাটের বেহাল দশা এবং বিদ্যু ৎ এর সমস্যাস গুলি তুলে ধরে দাবি জানায়। মুখ্যলমন্ত্রী প্রতিশ্রুতিও দেন সমস্যা সমাধানের। কিন্তু সেই প্রতিশ্রুতির প্রায় সাত-আট মাস অতিক্রান্ত হয়ে গেলেও আজও এই গ্রাম গুলির সমস্যার গুলি সমাধান করা হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন রাস্তা আটকে বিক্ষোভে সামিল হয় জনগণ।