2024 লোকসভা নির্বাচনকে হাতিয়ার করে রাজনৈতিক কুশলতায় বিরোধীদের টেক্কা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি l রাহুল গান্ধীর শক্তি’ মন্তব্যকে হাতিয়ার করে একহাত নিলেন কংগ্রেস-সহ বিরোধীদের। তামিলনাড়ুতে ভোট প্রচারে গিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন, ‘জীবন থাকতে শক্তির বিনাশ ঘটাতে দেব না।’ ঠিক কী বলেছিলেন রাহুল? রবিবার ছিল রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র শেষ দিন। মণিপুর থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার ‘যাত্রা’ শেষ হয় মুম্বইয়ে। শিবাজি পার্কের সেই সভায় দাঁড়িয়ে রাহুল বলেন, ‘উনি হলেন সেই রাজা, যার প্রাণভোমরা ইভিএম।’ এর পরেই কংগ্রেস নেতা মন্তব্য করেন, ‘হিন্দু ধর্মে একটা শব্দ আছে শক্তি। আমরা শক্তির বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু কী সেই শক্তি?’ রাহুলই উত্তর দেন, ইভিএম, ইডি, সিবিআই, আয়কর দপ্তরের মত কেন্দ্রীয় সংস্থাগুলিই ‘রাজার আত্মা’ অর্থাৎ ‘শক্তি’ বলতে ‘ইডি, সিবিআই’-এর মতো কেন্দ্রীয় সংস্থাকেই বোঝাতে চেয়েছেন রাহুল।
2024 লোকসভা নির্বাচনকে হাতিয়ার করে রাজনৈতিক কুশলতায় বিরোধীদের টেক্কা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি l
Date: