এবার অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি ফায়ার গাড়ি এল বিশালগড় ফায়ার স্টেশনে। দীর্ঘদিন ধরেই বিশালগড় ফায়ার স্টেশনটি গাড়ির স্বল্পতায় ভুগছিল। ফায়ার কল এটেন্ড করতে গিয়ে পুরনো গাড়িটিকে বিকল হতেও দেখা গেছে কয়েকবার। ফলে বিশালগড় ফায়ার স্টেশনের তরফে দপ্তরে একটি রিকুইজিশন পাঠানো হয়েছিল অত্যাধুনিক গাড়ি প্রদানের জন্য। যার বাস্তবায়ন দেখা গেল মঙ্গলবার দুপুরে। নতুন গাড়িটি ফায়ার স্টেশনে এসে পৌঁছতেই দমকল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
এবার অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি ফায়ার গাড়ি এল বিশালগড় ফায়ার স্টেশনে।
Date: