আবারো গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 8 Jun.আবারো গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে।এরপর তারা ট্রেনে করে বহিঃ রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে শনিবার রাতে। গোপন খবরের ভিত্তিতে তখন আগরতলা জি আর পি এস, আগরতলা আর পি এফ এবং গয়েন্দা বিভাগ মিলে অভিযান চালিয়ে এদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দিল্লী যাবে বলে জানিয়েছে।ধৃতরা হল- মহম্মদ বিল্লাল, সলমা বেগম, মহম্মদ নেইম ও মহম্মদ আলি, তাদের সকলের বাড়ি বাংলাদেশের বাঘেরহাটে।রবিবার এদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়।