আগামী বছর থেকে ৫০০ টাকার নোট কি বাতিলের খাতায়? আপাতত এই চিন্তাতেই ঘুম উড়েছে দেশবাসীর।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 8 Jun.আগামী বছর থেকে ৫০০ টাকার নোট কি বাতিলের খাতায়? আপাতত এই চিন্তাতেই ঘুম উড়েছে দেশবাসীর। এনিয়ে নতুন করে আতঙ্ক বাসা বাঁধছে সকলের মনে। আসলে এই আতঙ্ক ও বিভ্রান্তির নেপথ্যে রয়েছে একটি ভিডিও। যা সম্প্রতি ইউটিউবে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে দাবি করা হয়েছে, যে আগামী বছরের মধ্যে ৫০০ টাকার নোট বাতিল করে দেওয়া হবে। আর তাই এখন দেশের মানুষের ‘চায়ে পে চর্চায়’ জায়গা পেয়েছে নোট বন্ধের এই আলোচনা। তবে কেন্দ্রীয় সরকারের তরফে এই দাবিকে ‘ভুয়ো’ বলে স্পষ্ট করা হয়েছে। কেন্দ্রের দাবি, আরবিআই এমন কোনও ঘোষণা করেনি। কেন্দ্র এই খবরকে ভুয়ো বলে সিলমোহর দেওয়ায় এবার স্বস্তি ফিরবে জনমনে।