আহমেদাবাদের মেঘানিনগরে এয়ার ইন্ডিয়ার একটি ভেঙে পড়ে।লন্ডনগামী উড়ানে দুর্ঘটনায় কমপক্ষে ২০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 12 Jun.বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে ভেঙে পড়েছে একটি যাত্রীবাহী বিমান। এদিন দুপুরে আহমেদাবাদের মেঘানিনগরে এয়ার ইন্ডিয়ার একটি ভেঙে পড়ে।লন্ডনগামী উড়ানে দুর্ঘটনায় কমপক্ষে ২০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিমান বন্দরের খুব কাছেই উড়ানটি ভেঙে পড়েছে। বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে গুজরাট পুলিশ। এদিকে, আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছেন বিমান দুর্ঘটনা নিয়ে। কেন্দ্র সরকারের তরফে সমস্ত রকম সহায়তার আশ্বাসও দিয়েছেন অমিত শাহ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন দুপুর ১টা ১০টা নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি। টেক অফের খানিকক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে AI171 বিমান।