অবশেষে নির্বাচনের রাজনীতিতে হাতেখড়ি হতে চলেছে গান্ধী পরিবারের কন্যার।
ছবি: পিটিআই।
নিউজ সুবার্তা সংবাদদাতাঃ এবার দাদার আসনে লড়াই করবেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধির অন্যতম নেপথ্য কারিগর ছিলেন তিনি । তবে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ মেলেনি প্রিয়াঙ্কা গান্ধীর। অবশেষে নির্বাচনের রাজনীতিতে হাতেখড়ি হতে চলেছে গান্ধী পরিবারের কন্যার। উপ নির্বাচনে দাদার ছেড়ে দেওয়া ওয়েনাড় থেকে নির্বাচনে দাঁড়াতে চলেছেন তিনি। সোমবার সন্ধ্যায় মল্লিকার্জুন খাড়গের বাসভবনে একটি সাংবাদিক বৈঠক করে প্রিয়াঙ্কার লোকসভা ডেবিউ নিয়ে বড় ঘোষণা করেন কংগ্রেস হাইকমান্ড। দলের সভাপতি জানান, ওয়েনাড় নয়, রায়বরেলি আসন থেকে সাংসদ হিসেবে লোকসভায় পা রাখবেন রাহুল গান্ধী। তবে তাঁর ছেড়ে দেওয়া ওয়েনাড় আসনে উপনির্বাচনে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী। ‘রাহুল বেশ দ্বন্দ্বেই ছিলেন। তবে শেষ পর্যন্ত দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রায়বরেলি আসন থেকেই সংসদে যাবেন তিনি। এই কেন্দ্রটি গান্ধী পরিবারের কাছে খুবই কাছের। ওয়েনাড় আসনটিও রাহুল গান্ধীর অত্যন্ত প্রিয়। মনে কষ্ট নিয়েই তিনি আসনটি ছাড়তে বাধ্য হচ্ছেন।