ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে গিয়ে স্বামী অমর্ত্যানন্দ মহারাজজির সান্নিধ্য ও আশীর্বাদ লাভের সৌভাগ্য অর্জন করেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 10 July.বৃহস্পতিবার ছিল গুরু পূর্ণিমা । এই পুণ্য মুহূর্তে বনমালীপুর মণ্ডলের কার্যকর্তাদের সাথে ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে গিয়ে স্বামী অমর্ত্যানন্দ মহারাজজির সান্নিধ্য ও আশীর্বাদ লাভের সৌভাগ্য অর্জন করেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য । এদিন তিনি জানান, গুরু-শিষ্য পরম্পরা আমাদের সনাতন সংস্কৃতির এক ঐতিহ্যগত পরম্পরা। একে সম্পূর্ণ রুপ দেবার জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুদের পুজন এবং গুরু শিষ্য পরম্পরাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন বলে তিনি জানান l