ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সদর জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে এক মেডিক্যাল হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 19 Jun.ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সদর জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে এক মেডিক্যাল হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় মুলত সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে। এই বিষয়ে এদিন সংবাদ মাধ্যমে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নিল কমল সাহা জানান, সর্ব ভারতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর জন্মদিনকে সামনে রেখে দলীয় কর্মীরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের সর্বত্র এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আগরতলায় হয় এই কর্মসূচি। এই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় l