সোমবার মন্ত্রী পরিদর্শন করলেন সোনামুড়া মহকুমা শাসকের নবনির্মিত ভবন
যত দ্রুত সম্ভব ভবনটি উদ্বোধন হলে আঁখিরে মহকুমা বাসিই উপকৃত হবেন, তাই তিনি সরজমিনে প্রতিটি কক্ষ পরিদর্শন করেন। কাজ দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 04 Aug.আজ থেকে কিছুদিন আগেও সোনামুড়া মহকুমা বাসিকে প্রশাসনিক বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অফিসে ছুটতে হত । যে অফিসগুলো এস ডি এম অফিসের সাথে যুক্ত। কিন্তু সোনামুড়ায় নব নির্মিত মহকুমা শাসকের অফিস কার্যালয়ের উদ্বোধন হওয়ায় সোনামুড়া বাসির সেই সমস্যা অনেকটাই লাঘব হবে। ঐ সমস্ত অফিসগুলি সোনামুড়া মহকুমা শাসকের নতুন ভবনে থাকবে তাতে সোনামুড়া মহকুমা বাসি উপকৃত হবেন। সোমবার সোনামুড়া মহকুমা শাসকের নতুন ভবন পরিদর্শন করে এ কথা বলেন মন্ত্রী কিশোর বর্মন। সোমবার মন্ত্রী পরিদর্শন করলেন সোনামুড়া মহকুমা শাসকের নবনির্মিত ভবন, এবং যত দ্রুত সম্ভব ভবনটি উদ্বোধন হলে আঁখিরে মহকুমা বাসিই উপকৃত হবেন, তাই তিনি সরজমিনে প্রতিটি কক্ষ পরিদর্শন করেন। কাজ দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন ।