পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের সিপিআইএম মনোনীত পার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে বৃহস্পতিবার এক পথ সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া অম্পি চৌমুনীতে। এদিন তেলিয়ামুড়া সিপিআইএম মহকুমা কার্যালয়ের সামনে থেকে এক মিছিল করে অম্পি চৌমুহনি যায় l এরপর সেখানে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রার্থী রাজেন্দ্র রিয়াং, বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য, সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন বিধায়ক মনিন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃত্বরা। পথ সভায় আমজনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি, আই.পি.এপ. টি ও তিপ্রা মাথা সরকারের সমালোচনায় মুখরিত হয়ে ওঠে।