বিভিন্ন দল ত্যাগ করে ২২ পরিবারের ৭৯ জন ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগ দেন।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 18 July.আসন্ন এ ডি সি নির্বাচন। তাই নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দলে চলছে নতুন করে যোগদান কর্মসূচি। অনেকেই তাদের দলগত অবস্থান পরিবর্তন করে নতুন করে বিভিন্ন দলে যোগদান করছেন। সেই অনুসারে শুক্রবার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মানিরাম পুর ভাষ্কর পারা এডিসি ভিলেজে এদিন দেখা গেল বিভিন্ন দল ত্যাগ করে ২২ পরিবারের ৭৯ জন ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগ দেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা। তিনি বলেন গোটা দেশে তথা রাজ্যে কংগ্রেসের জনকল্যাণমুখী উদ্যোগে সাড়া দিয়ে কংগ্রেস দলে শামিল হচ্ছেন সাধারণ জনগণ। আগামীদিন দলে আরো ভোটার যোগদান করবে বলে তিনি জানান ।