নদীর পাড় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে খোয়াই চাম্পাহাওড় থানাধিন দিনকোবরা এলাকায়।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 07 Aug.নদীর পাড় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে খোয়াই চাম্পাহাওড় থানাধিন দিনকোবরা এলাকায়। ঘটনা বৃহস্পতিবার সকালে l ঘটনার বিবরণে জানা গেছে, এদিন সকালে খোয়াই চাম্পাহাওড় থানাধিন দিনকোবরা এলাকার নদীর পাড়ে এক যুবকের মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। সাথে সাথে স্থানীয় থানায় খবর দেন তারা। এলাকাবাসী জানান, খোয়াই থানার অন্তর্গত মহাদেব টিলা এলাকার বাসিন্দা ৪২ বছরের নারায়ণ দেবনাথের মৃতদেহ এটি। গতকালও নারায়ণ দেবনাথকে দেখা গিয়েছিল। আজ তার নিথর দেহ উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবককে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফরেনসিক টিম। ওই যুবককে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা l