শুক্রবার সাবরুম থেকে দক্ষিণ জেলায় মোট ১৯ টি প্রজেক্টের ৩২ কোটি টাকার প্রকল্প এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 20 Jun.রাজ্য সরকারের উন্নয়ন যজ্ঞ অব্যাহত রয়েছে । সেই মোতাবেক শুক্রবার সাবরুম থেকে দক্ষিণ জেলায় মোট ১৯ টি প্রজেক্টের ৩২ কোটি টাকার প্রকল্প এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা । এর মধ্যে পিএমশ্রী সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১০০ শয্যা বিশিষ্ট চারতলা উপজাতি ছাত্রী হোস্টেল এদিন তিনি সরাসরি উদ্বোধন করেন। সাথে ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিণ জেলার জেলা শাসক মহম্মদ সাজেদ পি প্রমুখ। পরে সাব্রুম টাউন হল থেকে দক্ষিণ জেলার বেশ কিছু শেষ হওয়া প্রজেক্ট ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে আছে বিলোনিয়ার বিকে আই স্কুলের অতিরিক্ত ক্লাসরুম, সাইন্স লাইব্রেরী ও টয়লেট, যাতে ব্যয় হয়েছে ৩ কোটি ১৫ লক্ষ টাকা। সোনাইছড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিল্ডিং যাতে ব্যয় হয়েছে ১ কোটি ৭০ লক্ষ টাকা। মুহুরিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যার জন্য ব্যয় হয়েছে ৩ কোটি ২৯ লক্ষ টাকা। কলসি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিল্ডিং যার জন্য ব্যয় হয়েছে ১ কোটি ৩২ লক্ষ টাকা। তাছাড়া একটি ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ব্যয় হয় ২ কোটি ৭৭ লক্ষ টাকা। সাব্রুম টাউন হলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সুচনা করেন। স্বাগত ভাষন দেন দক্ষিণ জেলার জেলা শাসক মহম্মদ সাজেদ পি।মুখ্যমন্ত্রী রাজ্যের সামগ্রিক উন্নয়নের চিত্র তাঁর বক্তব্যে তুলে ধরেন।