শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 08 Aug. 2025: শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এখন টিএমসি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে সেখান থেকে বেসরকারি হাসপাতালে আনার সম্ভাবনা রয়েছে। খবর পেয়ে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা টিএমসি মেডিক্যাল কলেজ হাসপাতালে গেছেন। এদিন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগর বাড়িতে যাওয়ার পথে আগরতলা রেল স্টেশনে অসুস্থ হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, খবর পেয়ে অসুস্থ বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে দেখতে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সেখানে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খবরা খবর নেন বিরোধী দলনেতা l