এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ধর্মনগর জেলা হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, মৃতার নাম হাসিনা বেগম।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 14 Aug. 2025: এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ধর্মনগর জেলা হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃতার নাম হাসিনা বেগম, বয়স ২২ বছর। তার বিয়ে হয়েছিল পূর্ব তিলথৈ এলাকার পালগেঁয়ে। জানা গেছে, দুই দিন আগে অন্তঃসত্ত্বা হাসিনা ভর্তি হয় ধর্মনগর জেলা হাসপাতালে। বৃহস্পতিবার ভোরে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেয় হাসিনা। কিন্তু মাত্র দুই ঘণ্টা পর ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা হাসপাতালে ছুটে আসেন এবং ডাক্তারকে খুঁজতে থাকেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, হাসিনা ভর্তি হওয়ার সময় তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল, কিন্তু সন্তান জন্মের মাত্র দুই ঘণ্টার মাথায় কীভাবে মৃত্যু হল, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই। ঘটনার প্রতিবাদে ভোরেই কংগ্রেস সমর্থকেরা হাসপাতালে পৌঁছে স্বাস্থ্যমন্ত্রীর নিকট এই ঘটনার জবাব চেয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। পরে কংগ্রেসের পক্ষ থেকে হাসপাতালে ধর্না দেওয়া হয়। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
