এডিসি নির্বাচনের আগেই পাহাড় দখলের লড়াই শুরু হয়ে গেছে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: এডিসি নির্বাচনের আগেই পাহাড় দখলের লড়াই শুরু হয়ে গেছে। টাকারজলা বিজেপি মন্ডলের উদ্যোগে মঙ্গলবার পশ্চিম টাকারজলা শুভ চন্দ্রপাড়ায় ভারতীয় জনতা পার্টি দলের এক যোগদান সভার আয়োজন করা হয়। যোগদান সভায় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি নির্মল দেববর্মা, এমডিসি সঞ্জীব রিয়াং ও সিপাহীজলা জেলা উত্তরের বিজেপি সভাপতি বিপ্লব চক্রবর্তী সহ আরো অন্যান্য নেতৃত্বরা। এই যোগদান সভায় কেন্দ্র এবং রাজ্য সরকার কর্তৃক জনজাতিদের উন্নয়ন মূলক কাজকর্মে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দল ত্যাগ করে ৪৪ পরিবারের মোট ১৩০ ভোটার ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করেন। যোগদান সভায় উপস্থিত নেতৃত্বরা ভারতীয় জনতা পার্টি দলের দলীয় পতাকা দিয়ে দলের থেকে দলে বরণ করে নেন।