বৃহস্পতিবার রাজধানীর এমবিবি কলেজের রবীন্দ্র হলে দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস-২০২৫ উদযাপন করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 14 Aug. 2025: বৃহস্পতিবার রাজধানীর এমবিবি কলেজের রবীন্দ্র হলে দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস-২০২৫ উদযাপন করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মণ , মন্ত্রী সুশান্ত চৌধুরী ও উচ্চ শিক্ষা দফতরের বিশেষ সচিব রেবেল হেমেন্দ্র কুমার সহ এমবিবি কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আমাদের দেশ কোন নিরদেশনায় চলবে আগামিদিন, আগামিদিন আমরা কোন পথে চলব, যারা আমাদের দেশকে পরিচালনা করছেন বা আগামিদিন যারা পরিচালনা করবেন, কারা এই দেশকে নিয়ে চিন্তা-ভাবনা করেন, যারা রাষ্ট্রের জন্য চিন্তা করেন তাদের বিষয়ে আজ আলোচনার মাধ্যমে কিছুটা হলেও চিন্তা-ভাবনা আসবে। আমরা সব সময় আমাদের নিজেদেরকে নিয়ে ভাবি। নিশ্চয় ভাবা উচিত। কিন্তু আমার রাজ্যের জন্য, আমার রাষ্ট্রের জন্য , আমার দেশের জন্য আমার কি করা উচিত সেই ভাবনা-চিন্তা কিন্তু আমাদের মধ্যে থাকে না। আজ সামাজিক মাধ্যমে আমরা নেট দুনিয়ার যুগে সারা পৃথিবীকে জানতে পারি বলে মুখ্যমন্ত্রী জানান।
