স্বাধীনতা দিবসের প্রাক্কালে বুধবার সকালে নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 13 Aug. 2025: স্বাধীনতা দিবসের প্রাক্কালে বুধবার সকালে নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালনে দেশবাসীকে বিগত বছরের ন্যায় এবছরও আহ্বান জানান। সকলের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতেই এই উদ্যোগ গ্রহণ করার আহ্বান রেখেছিলেন তিনি। এ বছরও রাজ্যে এই উপলক্ষে আগে থেকেই পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়। বাড়ি বাড়ি তিরঙ্গা বিতরণ থেকে শুরু করে তিরঙ্গা যাত্রা এদিক গুলো আমরা প্রত্যক্ষ করেছি। অন্যান্য মন্ত্রী জনপ্রতিনিধিদের পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন বিধানসভায় জাতীয় পতাকা বিতরণ করে হর ঘর তিরঙ্গা’র ক্যাম্পেইন করেন। শেষে সেই বহু প্রতীক্ষিত দিন অর্থাৎ ১৩ থেকে ১৫ আগস্ট এই তিন দিন প্রত্যেক নাগরিক তাদের বাড়িতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা সগৌরবে উত্তোলন করবেন। এদিকটি সামনে রেখে বুধবার ১৩ ই আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে তাঁর বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন ।
