ত্রিপুরা প্রদেশ তৃনমূল কংগ্রেস ভবনে হামলাকারীদের বিরুদ্ধে এন সি সি থানায় অতিরিক্ত পুলিশ সুপারের কাছে এফ আই আর করেন তৃণমূল নেতৃত্বরা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 9th Oct. 2025: ৪৮ ঘন্টার মধ্যে প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয় ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার এনসিসি থানায় অতিরিক্ত পুলিশ সুপারের কাছে এফআইআর জমা করেন বঙ্গ তৃনমূল নেতৃত্বরা। পুলিশ ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবেন বলেও হুশিয়ারি দেন নেতৃত্বরা।প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরবঙ্গে বিজেপি সাংসদ ও বিধায়ক আক্রমণের পর রাজ্যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় রীতিমত উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই বুধবার রাজ্যে এসেছে ৬ সদস্যের তৃণমূলের এক প্রতিনিধি দল। এদিন দফায় দফায় বেশ কয়েকবার তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।বৃহস্পতিবার এনসিসি থানায় অতিরিক্ত পুলিশ সুপারের নিকট এফআইআর জমা দিয়েছেন। পাশাপাশি বঙ্গ নেতৃত্বরা এই গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।এদিন এফআইআর দায়ের করে বঙ্গ তৃনমূল নেতা কুণাল ঘোষ বলেন, উত্তরবঙ্গের ঘটনায় কোন ভাবেই তৃনমূল কংগ্রেস জড়িত নয়, এই ঘটনাকে তৃনমূল সমর্থনও করে না, মুখ্যমন্ত্রী নিজে আহতদের দেখতে গেছেন, কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেস কার্যালয় আক্রান্ত হওয়ার ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ স্বতপ্রণোদিত মামলা নিতে পারলেও কোন উদ্যোগ গ্রহন করেনি। পুলিশের সামনে গোটা ঘটনা ঘটলেও কাউকে আটক করা হয়নি বলে তিনি জানান। এনিয়ে ক্ষুব্ধ তারা l
