বর্তমান সময়ে দাঁড়িয়ে জল সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব ও আলোকপাত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বর্তমান সময়ে দাঁড়িয়ে জল সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব ও আলোকপাত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত করলেন প্রধানমন্ত্রী।প্রতি বছর ২২ মার্চ দিনটি বিশ্ব জল দিবস হিসেবে পালিত হয়। এই উপলক্ষ্যে শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, বিশ্ব জল দিবসে, আমরা জল সংরক্ষণ ও সুস্থায়ী উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। জল সভ্যতার জীবনরেখা ও তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল রক্ষা করা আরও গুরুত্বপূর্ণ বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন!”