শনিবার রাতে সাব্রুম রেল স্টেশনে এক পাকিস্তানি মহিলাকে আটক করে বিএসএফ। ধৃত মহিলার নাম পারভীন
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 12th Oct. 2025: শনিবার রাতে সাব্রুম রেল স্টেশনে এক পাকিস্তানি মহিলাকে আটক করে বিএসএফ। ধৃত মহিলার নাম পারভীন, যিনি নেপালের একটি জেল থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। জানা গেছে, এদিন রাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে নামতেই সন্দেহভাজন ভাবে তাকে দেখে বিএসএফ জওয়ানরা আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভীন জানান, তিনি নেপালের কারাগার থেকে পালিয়ে এসেছেন এবং ভারত হয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করছিলেন।
বর্তমানে পারভীনকে সাব্রুম থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। নিরাপত্তা সংস্থাগুলি ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।
