নির্বাহী বাস্তুকার আক্রান্তের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পুলিশ মহানির্দেশক দ্বারস্থ স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 10th Oct. 2025: অতি সম্প্রতি কৈলাশহর PWD ওয়াটার রিসোর্স দপ্তরের কর্মরত ইঞ্জিনিয়ার রনজয় দেববর্মা কুমারঘাট কোয়াটার নিজ বাসভবনে কিছু কতিপয় দুষ্কৃতি দ্বারা আক্রান্ত হয় l উনাকে মারধর করা হয়।তার প্রতিবাদ জানিয়ে শুক্রবার পুলিশ সদর দপ্তরে ডিজির সাথে দেখা করেন এবং উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য ডেপুটেশন মিলিত হয় স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন ত্রিপুরা । ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটার ইঞ্জিনিয়ার সত্যব্রত দাস , প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সূর্য কুমার দেববর্মা , এবং ইঞ্জিনিয়ার রনজয় দেববর্মা আক্রান্ত এবং রাজ্যের ইঞ্জিনিয়াররা l
