বিদ্যুৎ ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরা রাজ্যের রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 14th Oct. 2025: মঙ্গলবার কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন এই সাক্ষাৎ পর্বে ত্রিপুরার বিদ্যুৎ ও নগরোন্নয়ন খাতে চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সাংসদ বিপ্লব দেব সামাজিক মাধ্যমে জানান, বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় ‘লাইট হাউস প্রজেক্ট’-এর অগ্রগতি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। ত্রিপুরা রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তি নির্ভর আবাসন নির্মাণের কাজ চলছে। এর পাশাপাশি, রাজ্যের শহর উন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিশদে আলোচনা হয় বলে জানা গেছে।
