সোমবার সোনার তরি তথা রাজ্য অতিথি শালায় পঞ্চায়েত ও বিভিন্ন ইস্যু নিয়ে জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 13th Oct. 2025: সোমবার সোনার তরি তথা রাজ্য অতিথি শালায় পঞ্চায়েত ও বিভিন্ন ইস্যু নিয়ে জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মণ, পশ্চিম ত্রিপুরা জেলার শাসক ড বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল ও বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনা রানী সরকার সহ দফতরের অন্যান্য আধিকারিকরা। পর্যালোচনা বৈঠকে সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী বলেন, পঞ্চায়েত রাজ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমি রাজ্যের প্রতিটি জেলায় রিভিও মিটিং শুরু করি।আজ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মিটিংয়ের পর আমার প্রথম ধাপে সারা রাজ্যে পর্যালোচনা বৈঠক সম্পন্ন হবে। তারপর দ্বিতীয় ধাপ শুরু হবে। প্রতি তিন মাস অন্তর অন্তর আমি এধরনের মিটিং করব রাজ্যের প্রতিটি জেলায় l জানান মন্ত্রী l
