খোয়াইয়ের চাম্পাহাওড় থানার অন্তর্গত বগাবিল এলাকায় বাংলাদেশী চোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে খুন করল ক্ষুব্ধ জনতা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 15th Oct. 2025: ফের মর্মন্তিক ঘটনা ঘটল খোয়াইয়ের চাম্পাহাওড় থানার অন্তর্গত বগাবিল এলাকায় বাংলাদেশী চোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে খুন করল ক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটেচে বুধবার খোয়াই চাম্পাহাউর থানার অন্তর্গত বিদ্যবিল ভারত বাংলা সীমান্ত এলাকায়।জানা গেছে, খোয়াইয়ের বিদ্যাবিল ভারত বাংলা সীমান্তে গরু চুরি করতে এসে ব্যর্থ হওয়ায় এলোপাথাড়ি কুপাতে শুরু করে তিন বাংলাদেশী চোর।পরবর্তীতে ক্ষুব্ধ জনতা পিটিয়ে খুন করে তিন বাংলাদেশী চোরকে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাম্পাহাওড় থানার পুলিশ। এই ঘটনায় উওপ্ত পরিস্থিতি।একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত করছে পুলিশ।
