আজ বিহারে ভোট প্রচারে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 18th Oct. 2025: দেশের বিহার রাজ্য তথা নীতিশ রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। আর এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে শনিবার বিহারে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।এদিন বিহারের রামনগর এবং বাগাহা কেন্দ্রের নমিনেশন দাখিল উপলক্ষ্যে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।জনসভায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তার ভাষণে বলেন, বিহারে ২৪৩টি বিধায়ক আসন আছে। এই আসন গুলিতে দুই ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৬ ও ১১ নভেম্বর বিহারে নির্বাচন হবে। ফলাফল ঘোষণা করা হবে আগামী ১৪ই নভেম্বর। আমি এবিষয়ে নিশ্চিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমাদের সঙ্গে আছে আগামী ১৪ই নভেম্বর কি হবে আমরা তা এখনই বলতে পারব। বিহারের চাম্পারণে নয়টি আসনের মধ্যে গত নির্বাচনে আটটিতে জয়লাভ করেছিল দল, এবার নয়টি আসনেই জিতবে l জনসভা য় এভাবেই নিজের আশা ব্যক্ত করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা l
