সুপ্রিম কোর্টের ঐতিহাসিক পদক্ষেপ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের ঐতিহাসিক পদক্ষেপ। চিকিৎসকদের যদি জেনেরিক ওষুধ লিখতে বাধ্য করা যায়, তাহলে ওষুধ সংস্থাগুলির ঘুষ সংস্কৃতি সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করল দেশের সুপ্রিম কোর্ট। প্রয়োজন ছাড়াই বা অপ্রাসঙ্গিক এবং বেশি দামের ওষুধ রোগীদের কিনতে বাধ্য করার অভিযোগ রয়েছে ওষুধ কোম্পানিগুলির বিরুদ্ধে। এর পিছনে কারণ হিসেবে, ওষুধের সংস্থাগুলি চিকিৎসকদের ঘুষ দেয় বলে অভিযোগ। এই প্রেক্ষাপটে চিকিৎসকদের জেনেরিক ওষুধ লিখতে বাধ্য করা হলে সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য আদালতের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি সন্দীপ মেহতার। যতদিন না ইউনিফর্ম কোড অফ ফার্মাসিউটিক্যাল মার্কেটিং আইন হিসেবে কার্যকর হচ্ছে, ততদিন ওষুধের এমন অনৈতিক ব্যবসা নিয়ন্ত্রণ করার জন্য আদালত গাইডলাইন দিক, এমন দাবিতে হওয়া মামলায় আদালতের উপরোক্ত মন্তব্য। এই অভিযোগে কেন্দ্রীয় সরকারকে নোটিসও দিয়েছে শীর্ষ আদালত। বিষয়টির নিষ্পত্তি করতে সময় লাগবে। তাই আদালতে গ্রীষ্মের ছুটির পর আগামী ২৪শে জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি বিষয়টি খতিয়ে দেখছে। হলফনামা মারফত সরকার একথা জানিয়েছে। কিন্তু ওই কমিটি এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কী পরামর্শ বা সুপারিশ করেছে, তার উল্লেখ হলফনামায় নেই বলে মামলাকারীদের বক্তব্য।