এক অনুষ্ঠানের মাধ্যমে সোমবার বিশালগড় বিদ্যালয় পরিদর্শকের অধীন সকল বিদ্যালয়ে খেলার সামগ্রী ,টি-শার্ট, দিব্যাঙ্গ ছাত্রদের সহায়তা সামগ্রী ও ইকো ক্লাব সামগ্রী প্রদান করা হয়।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 30 Jun.এক অনুষ্ঠানের মাধ্যমে সোমবার বিশালগড় বিদ্যালয় পরিদর্শকের অধীন সকল বিদ্যালয়ে খেলার সামগ্রী ,টি-শার্ট, দিব্যাঙ্গ ছাত্রদের সহায়তা সামগ্রী ও ইকো ক্লাব সামগ্রী প্রদান করা হয়। বিশালগড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিশালগড় অফিসটিলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের হল ঘরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব।উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল দেবনাথ, বিশালগড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা ও অফিসটিলা স্কুলের এসএমসি চেয়ারম্যান সহ আরও অনেকে। অনুষ্ঠানে বিধায়ক সুশান্ত দেব বলেন, ছাত্র যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে যুক্ত করার যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।স্কুল গুলোতে খেলাধুলার সামগ্রী প্রদানের সিদ্ধান্ত প্রশংসনীয়।সামগ্রি গুলো বাক্সবন্দি না রেখে প্রতিদিন খেলার মাঠে ছেলে মেয়েদের নিয়ে মাঠে যাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি পড়াশুনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি l