নেশাকারবারীদের গ্রেপ্তার এবং সোর্স মন্ত্রী সুধাংশুকে মন্ত্রীসভা থেকে বরখাস্তের দাবিতে আগরতলায় লালঝাণ্ডার গণঅবস্থান-
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 24th Oct. 2025: রাজ্যে দুর্নীতি, শিশু কন্যা ধর্ষন, মহিলা নির্যাতন, রেলের বগিতে কোটি কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধারের সুষ্ট তদন্ত এবং মন্ত্রী সুধাংশু দাসেকে বরখাস্ত করতে হবে। এই সমস্ত দাবি গুলি নিয়ে শুক্রবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় বামফ্রন্ট দলের পক্ষ থেকে গন অবস্থানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সংগঠনের সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা।গন অবস্থানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, মানুষের অসুবিধা করে আন্দোলন হয় না। সংগ্রাম হয় না।তো পুলিশ নাই, তাতে কি হল-আমরা কি হাপিত্যেশ করছি।চুল ছিঁড়ছি।এখানে আমরা ঘণ্টার পর ঘণ্টা শতে শতে মানুষ রৌদে পুড়ে বিক্ষোভ করছি, পুলিশ নাই কেন, দেখভাল করছে না কেন, আমরা বলছি না তো এই গুলো।আসলে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি, এটা বোঝার দরকার বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান।
