আজ উদয়পুর স্থিত রমেশ স্কুল সংলগ্ন তপশিলি জাতি ও উপজাতি সম্মিলিত ছাত্রাবাস পরিদর্শন করেন মন্ত্রী সুধাশু দাস।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 17 July.রাজ্যের মৎস মন্ত্রী সুধাশু দাসের পৌরহিত্যে বৃহস্পতিবার উদয়পুর পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে গোমতি জেলা ভিত্তিক এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে তফসিলি জাতি কল্যাণ, মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন এই তিন দপ্তরের বিভিন্ন প্রকল্পের বাস্তয়নের খোঁজ খবর নেন মন্ত্রী। এর পাশাপাশি ২০২৪-২৫ অর্থ বছরের কাজের সাফল্য ও ব্যর্থতার বিষয়ে পর্যালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, রাজ্যে বিশেষ করে গোমতি জেলায় মাছ ও মাংস উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে জেলায় জেলায় পর্যালোচনা বৈঠক করেন। সেই বৈঠকে মাছ ও মাংস উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় ।