লোকসভা নির্বাচনে ভোটবাক্স ভারী করতে প্রচারের ময়দানে তারকা মুখের ঝলক

prasenjit
1 Min Read

লোকসভা নির্বাচনে ভোটবাক্স ভারী করতে প্রচারের ময়দানে তারকা মুখের ঝলক, এদেশে নতুন নয়। লোকসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়তেই বিটাউনের দুই কাপুর কন্যার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা জোড়াল হয়েছে। এদিকে বলিউড মাধ্যম সূত্রে খবর, লোকসভা নির্বাচনের প্রাক্কালেই করিশ্মা কাপুর ও করিনা কাপুরদের রাজনৈতিক অভিষেক ঘটতে চলেছে। রাজনীতি আর গ্ল্যামার দুনিয়া বর্তমানে ওতপ্রোতভাবে জড়িত। তারকাদের রাজনৈতিক ময়দানে অবতরণের খবর নতুন কিছু নয়! এযাবৎকাল বহু তারকা সাংসদ-বিধায়ক পেয়েছে দেশবাসী। সুনীল দত্ত, হেমা মালিনী, জয়া বচ্চন, জয়া প্রদা থেকে অমিতাভ বচ্চনের মত প্রথম সারির বহু তারকাকে রাজনীতির ময়দানে দেখা গিয়েছে। অনেকেই ভোটে জিতে রাজ্যসভা ও লোকসভাতে গিয়েছেন। অমিতাভ বচ্চনের যদিও বছর তিনেকের মধ্যেই রাজনৈতিক মোহভঙ্গ হয়েছিল তবে আজও স্বমহিমায় লড়ে যাচ্ছেন হেমা-জয়ারা। এবার শোনা গেল, বলিউডের ‘কাপুর সিস্টার্স’ও রাজনৈতিক কেরিয়ার শুরু করতে চলেছেন। সামনেই লোকসভা। আর সেই আবহেই বলিপাড়ার দুই কাপুর কন্যার রাজনৈতিক ময়দানে অবতরণের জল্পনা শুরু হতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি করিশ্মা-করিনারাও ভোটে লড়ছেন?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *