২০১৯-এর থেকে বেশি আসন পাবে

লোকসভা নির্বাচনের কয়েক দিন আগে বললেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম । কিন্তু একই সঙ্গে তুলে দিলেন একাধিক প্রশ্ন। ২০১৯-এর থেকে বেশি তো বটে কিন্তু মোট কত আসন পাওয়ার আশা করছে কংগ্রেস? ১০০, ১৫০, সংখ্যাটা ঠিক কত? কংগ্রেস আদৌ ক্ষমতা থেকে বিজেপিকে সরানোর জন্য লড়ছে, নাকি নিজেদের ২০১৯ সালের পারফরম্যান্সের থেকে ভালো ফল করার জন্য লড়ছে? এক সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে চিদম্বরমের মন্তব্য, “সব রাজ্যের কথা বলতে পারব না। তবে তামিলনাড়ু এবং কেরলে ইন্ডিয়া জোট দারুণভাবে জিতবে। কেরলের দুই ফ্রন্টের মধ্যেই ২০ আসন থাকবে। বিজেপি কিছু পাবে না। কর্নাটক এবং তেলেঙ্গানায় কংগ্রেস সরকার জনপ্রিয়। সব মিলিয়ে ২০১৯-এর চেয়ে বেশি আসন পাবে কংগ্রেস।” চিদম্বরমের দাবি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, ঝাড়খণ্ডেও ইন্ডিয়া জোটের জন্য ভালো খবরই অপেক্ষা করে আছে।