১৯ এপ্রিল শুক্রবার থেকে শুরু হল দেশের বৃহত্তম গণতন্ত্রের ভোট উৎসব।

prasenjit
1 Min Read

১৯ এপ্রিল শুক্রবার থেকে শুরু হল দেশের বৃহত্তম গণতন্ত্রের ভোট উৎসব। এদিন সকালে দেশবাসীকে রেকর্ড হারে ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট ছয়টি ভাষায় ভোটের দিন সকালে এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন তিনি। যে সকল রাজ্যগুলিতে ভোট রয়েছে, সেখানকার আঞ্চলিক ভাষায় সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার আর্জি রাখলেন নমো। পশ্চিম বাংলার মানুষের কাছে নমোর আর্জি, ‘২০২৪ লোকসভা নির্বাচন শুরু হল আজ। ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে যে নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটারদের প্রতি আমার আবেদন, রেকর্ড সংখ্যক ভোটদান করুন। বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটদাতাদের আমি বিপুল সংখ্যায় ভোটদানের আহ্বান জানাই। প্রত্যেকটি ভোটের গুরুত্ব আছে এবং প্রতিটি কন্ঠস্বরই গুরুত্বপূর্ণ।’ একইভাবে তামিল, অসমিয়া, হিন্দি, ইংরেজি এবং মারাঠি ভাষাতেও সংশ্লিষ্ট রাজ্যের ভোটারদের কাছে এই বক্তব্যই তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। দেশের মসনদ দখলের লড়াই শুরু হয়ে গিয়েছে। মেগা লড়াইয়ের প্রথম পর্বের ভোটগ্রহণ চলছে দেশে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশের ২১ প্রান্তে ভোটগ্রহণ। রয়েছে ১০২ কেন্দ্র। এ দফায় হাইভোল্টেজ আসনগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, চেন্নাই দক্ষিণ, কোয়েম্বাটোর, নাগপুর, ডিব্রুগড়, জোরহাট, জামুই।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *