ঐশ্বর্য রাই বচ্চনের মিস ওয়ার্ল্ড হওয়ার কথা ছিল না । কেবল তাই নয়, তাঁর কিন্তু সিনেমাতেও আসার কথা ছিল না।

prasenjit
2 Min Read

ঐশ্বর্য রাই বচ্চনের মিস ওয়ার্ল্ড হওয়ার কথা ছিল না । কেবল তাই নয়, তাঁর কিন্তু সিনেমাতেও আসার কথা ছিল না। চিরটাকালই লেখাপড়ায় মেধাবী ছিলেন রাই সুন্দরী। কীভাবে এই পেশায় এবং গ্ল্যামার দুনিয়ায় এলেন, সেটাও একটা কাহিনি। এই বিষয়ে একবার মুখ খুলেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন । ১৯৭৩ সালের ১লা নভেম্বর কর্ণাটকের ম্যাঙ্গালোরে জন্মেছিলেন ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই বচ্চন। টুলু তাঁর মার্তৃভাষা। কিন্তু ছোট থেকেই হিন্দি এবং ইংরেজিতেও গড়গড়িয়ে কথা বলতে পারতেন। লেখাপড়ায় খুবই মেধাবী ছিলেন ঐশ্বর্য। বাবা কৃষ্ণরাজ রাই ছিলেন সেনাবাহিনীর বায়োলজিস্ট। মা বৃন্দা রাই সামলাতেন বাড়ি। দুই সন্তান ঐশ্বর্য এবং আদিত্যর লালন পালনের দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। বাবা সেনা বাহিনীতে কাজ করতেন বলে বারবার বদলি হত তাঁর। ফলে ঐশ্বর্যও দেশের বিভিন্ন জায়গায় থেকেছেন। নানা স্কুলে পড়েছেন। শেষে রাই পরিবার বসতি স্থাপন মুম্বইয়ে। বরাবরই তাঁর সৌন্দর্যর জন্য ঐশ্বর্য সমাদৃত হতেন। তাঁর সেই শিক্ষিকার নজরে এসেছিল অভিনেত্রীর রূপ। সেই শিক্ষিকা যুক্ত ছিলেন এক ম্যাগাজ়িনের সঙ্গে। সেই ম্যাগাজ়িনের জন্য ঐশ্বর্যকে ফটোশুট করতে বলেছিলেন। ব্যাস, সেই শুরু। অপরূপাকে দেখে সকলেই চমকে গেলেন। এত সুন্দরী কোথায় ছিলেন এতদিন। পরপর আসতে থাকে মডেলিংয়ের অফার। সুযোগ আসে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ গ্রহণ করারও। বাকিটা ইতিহাস। একবার এক সাক্ষাৎকারে ঐশ্বর্য স্বীকার করে নিয়েছিলেন, “আমরা সেই শিক্ষিকা যদি ওইদিন আমাকে ম্যাগাজ়িনে মডেলিং না করাতেন, ওসব কিছুই হত না আমার জীবনে। আজ আমি কোনও হাসপাতালে রোগীর সেবা করতাম। আমার বিশ্বাস সেটাও একটা দারুণ জীবন হত আমার।”

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *