লোকসভা ভোটের দ্বিতীয় পর্ব সম্পন্ন হয়েছে । এবার আর দেরি করতে রাজি নয় কংগ্রেস। সূত্রের খবর, শনিবারই ঘোষণা করা হতে পারে অমেঠি এবং রায়বরেলি আসন দু’টির প্রার্থীদের নাম। সোনিয়া গান্ধীর প্রাক্তন আসনে মেয়ে প্রিয়াঙ্কার সংসদীয় রাজনীতিতে নামার ইঙ্গিত মিলেছে। পাশাপাশি ওয়েনাড়ের ভোট মেটার পর ফের একবার বদলা নিতে অমেঠিতেই দাঁড়াতে পারেন রাহুল। জল্পনা এখন তুঙ্গে। লোকসভা ভোটের দ্বিতীয় পর্বে ছিল রাহুল গান্ধীর ওয়েনাড় আসনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের তথ্য বলছে, ওয়েনাড়ে আসনে ভোট পড়েছে ৭২.৬৯ শতাংশ। যা রীতিমত সন্তোষজনক। ফলে সেখান থেকে দ্বিতীয়বারের জন্য জয়ের বিষয়ে প্রত্যাশী কংগ্রেস নেতা। এবার কি তবে অমেঠির পথে রাহুল গান্ধী? শনিবার বৈঠকে বসবে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। অমেঠি এবং রায়বরেলিতে প্রার্থীদের নাম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকে। রাহুল গান্ধী লড়তে পারেন অমেঠি থেকে। অন্যদিকে, রায়বরেলিতে দাঁড় করানো হতে পারে প্রিয়াঙ্কা গান্ধীকে। তবে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা লড়েন কি না সেটাও দেখার বিষয়। শুক্রবার থেকে অমেঠি এবং রায়বরেলির মনোনয়ন পর্ব শুরু হয়ে গিয়েছে। উত্তর প্রদেশের কংগ্রেস নেতৃত্ব প্রথম থেকেই অমেঠি এবং রায়বরেলিতে গান্ধী পরিবারের সদস্যদের লড়ার জন্য আবেদন জানিয়ে আসছে শীর্ষ নেতৃত্বকে। উত্তর প্রদেশ কংগ্রেসের ইন-চার্জ অবিনাশ পান্ডে বলেছেন, ‘আমেঠি ও রায়বরেলির কংগ্রেস কর্মীরা চান ওই দুই আসনে রাহুল ও প্রিয়াঙ্কা লড়ুন।