বোনের বিয়েতে গিয়েছিলেন তিনি আনন্দ করতে। চুটিয়ে আনন্দও করেছেন। তারপরই ঘর থেকে উদ্ধার হল ভোজপুরী অভিনেত্রী অমৃতা পাণ্ডের নিথর দেহ। সংবাদ মাধ্যম সূত্রে এমনই খবর জানা গিয়েছে। বিহারের ভাগলপুর জেলায় এই ঘটনা ঘটেছে বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিনেত্রীর WhatsApp স্ট্যাটাস ঘিরে দানা বাঁধছে রহস্য। ভোজপুরী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অমৃতা। তাঁর আরেক নাম অন্নপূর্ণা। তবে অমৃতা নামেই বেশি পরিচিতি পেয়েছেন তিনি। ভোজপুরী স্টার খেসরিলাল যাদবের সঙ্গে ‘দিওয়ানাপন’ সিনেমায় দেখা গিয়েছিল অমৃতাকে। তারপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন। ঝুলিতে ওয়েব সিরিজও রয়েছে। জানা গিয়েছে, মুম্বইয়ে স্বামী চন্দ্রমণি ঝঙ্গাড়ের সঙ্গে থাকতেন অমৃতা। চন্দ্রমণি পেশায় অ্যানিমেশন ইঞ্জিনিয়ার।
ঘর থেকে উদ্ধার হল ভোজপুরী অভিনেত্রী অমৃতা পাণ্ডের নিথর দেহ।

Leave a Comment