প্রয়াত হলেন খ্যাতনামা ব্রিটিশ অভিনেতা বার্নার্ড হিল। ‘টাইটানিক’ ও ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ ট্রিলজির মত বহু কালজয়ী ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শক অনুরাগীদের। থিয়েটারের মঞ্চ থেকে টেলি পর্দা, সিনেমা, নানা মাধ্যমে বর্ণময় কেরিয়ার গড়েছিলেন বার্নার্ড। সোমবার সকালে সেই অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। স্কটিশ লোক সংগীতশিল্পী বারবারা ডিকসন এক্স হ্যান্ডেলে বার্নার্ডের মৃত্যুর খবর জানান। সাদা-কালো এক ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বার্নার্ড হিল পরলোক গমন করেছেন। আমরা একসঙ্গে ‘জন পল জর্জ রিঙ্গো অ্যান্ড বার্ট’, ‘উইলি রাসেল মার্ভেলাস শো’ করেছি। সত্যিই এক অনবদ্য অভিনেতা। তাঁর সঙ্গে আলাপ হওয়া সত্যিই সৌভাগ্যের। চিরশান্তিতে থেকো বেনি, বার্নার্ড হিল।” মৃত্যুকালে বার্নার্ড হিলের বয়স হয়েছিল ৭৯। তার মৃত্যুতে হলিউড জগতে শোকের ছায়া বিরাজ করছে।
প্রয়াত হলেন খ্যাতনামা ব্রিটিশ অভিনেতা বার্নার্ড হিল।

Leave a Comment